Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

প্রতি বিভাগে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা সেফ হোম করার সুপারিশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৮, ২২ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্রতি বিভাগে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা সেফ হোম করার সুপারিশ

ঢাকা : সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় প্রতি বিভাগে পুরুষ ও মহিলাদের জন্য আলাদাভাবে একটি করে সেফ হোম করার সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, মনোরঞ্জন শীল গোপাল, বেগম আয়েশা ফেরদাউস, শেখ হাফিজুর রহমান, মোঃ আব্দুল মতিন এবং বেগম লুৎফা তাহের সভায় অংশগ্রহণ করেন।

এছাড়াও বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ সভায় অংশগ্রহণ করেন।
সভায় ১৯৯৭ সালে প্রকল্পে নিয়োগকৃত কর্মকর্তাগণ যাদেরকে ২০০২ সালে আত্তীকরণ করা হয়েছে এবং ২০০৬ সালে নিয়োগকৃত কর্মকর্তাদের মধ্যে ন্যায় বিচারের ভিত্তিতে পদোন্নতি প্রদান করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

সভায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী বিভাগে একটি করে ‘প্রতিবন্ধী পুনর্বাসন প্রশিক্ষণ কেন্দ্র’ নির্মাণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer