Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত হল বঙ্গবন্ধুর ভাষণের সংকলন `ওঙ্কারসমগ্র`

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৬, ২৯ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্রকাশিত হল বঙ্গবন্ধুর ভাষণের সংকলন `ওঙ্কারসমগ্র`

ঢাকা : প্রকাশনা সংস্থা ঐতিহ্য বঙ্গবন্ধুর শতাধিক ভাষণ থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ ৬৭টি ভাষণ শ্রুতিলিপিরূপে প্রকাশ করেছে। বইটির নাম `ওঙ্কারসমগ্র`। বইটি শ্রুতিলিখন ও সম্পাদনা করেছেন তরুণ কথাসাহিত্যিক নির্ঝর নৈঃশব্দ্য।

এইসব শ্রুতিলিপির বানান বঙ্গবন্ধুর মুখের উচ্চারণ অনুযায়ী রাখার চেষ্টা করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি ১৯৭১ থেকে ৮ মার্চ ১৯৭৫ পর্যন্ত বঙ্গবন্ধুর প্রদানকরা ভাষণগুলো স্থান পেয়েছে এই বইতে। উল্লেখ্য বঙ্গবন্ধুর ভাষণের শ্রুতিলিপি এর আগে কখনো বই আকারে প্রকাশিত হয় নাই।

৩৫০ পৃষ্ঠার রয়েল সাইজ এই বইয়ের মূল্য রাখা হয়েছে ৭৫০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।বইটি ঐতিহ্যের বাংলাবাজার ও কাটাবন বিক্রয় কেন্দ্র ছাড়াও অভিজাত বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।
এছাড়া রকমারি ডট কম ও ঐতিহ্য এর ফেসবুক পেজ এর মাধ্যমে ঘরে বসেও পাঠকরা বইটি সংগ্রহ করতে পারবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer