Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

প্যারিস হামলার দায় স্বীকার করেছে আইএস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০১, ২১ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্যারিস হামলার দায় স্বীকার করেছে আইএস

ঢাকা : ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

বৃহস্পতিবার রাতের ওই হামলায় এক পুলিশ সদস্য নিহত এবং আরও দু`জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, প্যারিসের চ্যাম্প এলিসিস এলাকায় এক বন্দুকধারী নির্বিচারে গুলি শুরু করে। এতে ঘটনাস্থলেই এক পুলিশ সদস্য মারা যান। আহত হন আরও দু`জন। পরে চ্যাম্প এলিসিস বন্ধ করে দেয়া হয়।

পুলিশের দাবি, পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।

আইএসের কথিত বার্তা সংস্থা আমাক এজেন্সিতে একাধিক ভাষায় হামলার দায় স্বীকার করা হয়েছে। আইএসের ভাষ্যে, আবু ইউসুফ আল-বেলজিকি নামে তাদের এক `যোদ্ধা` এ হামলা চালিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিয়েরে হেনরি ব্রানডেটও জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি আইএস জঙ্গিদের কাজ বলে তাদের ধারণা।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer