Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, বুধবার ১৭ এপ্রিল ২০২৪

প্যারাডাইস পেপারসের নতুন তালিকায় ২০ বাংলাদেশি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্যারাডাইস পেপারসের নতুন তালিকায় ২০ বাংলাদেশি

ফাইল ছবি

ঢাকা : প্যারাডাইস পেপারসের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে এবং এই তালিকাতে ২০ বাংলাদেশির নাম রয়েছে বলে জানা যায়।

বুধবার প্রকাশিত তালিকায় ২০ বাংলাদেশির নাম রয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে)।

এসব বাংলাদেশি কর ফাঁকি দিতে ইউরোপীয় ট্যাক্স হেভেন বলে খ্যাত মাল্টায় কোম্পানি খুলেছিলেন। তাদের মধ্যে বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের নামও রয়েছে।

প্যারাডাইস পেপারসের নতুন তালিকায় প্রায় ৮৫ হাজার প্রতিষ্ঠান ও এক লাখ ১০ হাজার ব্যক্তির নাম রয়েছে।

গত বছর প্যারাডাইস পেপারস কেলেঙ্কারি ফাঁস হলে বিশ্বব্যাপী রাঘববোয়ালদের থলের বেড়াল বের হতে শুরু করে। তাতে বিশ্বের ক্ষমতাধর অনেক ব্যক্তির গোপন তথ্য বেরিয়ে আসে।

বেশিরভাগ তথ্যই বিভিন্ন দেশের রাজনীতিবিদদের, যারা কর থেকে বাঁচার জন্য বিভিন্ন ট্যাক্স হেভেনে বিনিয়োগ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন।

এর আগে প্যারাডাইস পেপারসে ১০ বাংলাদেশির নাম এসেছিল। বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুসহ তার পরিবারের সদস্যদের নাম তাতে ছিল। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer