Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

প্যারাডাইস-পানামা পেপার্সে নাম আসা ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৫, ১৮ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্যারাডাইস-পানামা পেপার্সে নাম আসা ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান

ঢাকা : আলোচিত প্যারাডাইস পেপার্স ও পানামা পেপার্সে প্রকাশিত নামের ব্যক্তিদের অবৈধ সম্পদের খোঁজে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে বলে জানিয়েছেন চেয়ারম্যান ইকবাল মাহমুদ। 

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, পানামা পেপার্স ও প্যারাডাইস পেপার্সের বিষয়টি পত্রিকার মাধ্যমে আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি অনুসন্ধান করছি। আমরা অবৈধ অর্থ পাচার এবং অবৈধ সম্পত্তি অর্জনের বিষয় দেখছি।

ইকবাল মাহমুদ বলেন, অনেক চলমান অবৈধ সম্পত্তির মামলায় দুর্ভগ্যক্রমে অভিযুক্ত ব্যক্তি মারা গেছেন। এ কারণে মামলা শেষ হয়ে গিয়েছে। কিন্তু ওই সম্পদ ঠিকই রয়ে যায়। এগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছি। এ জন্য দুদক একটি এসেট রিকভারি ইউনিট করেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer