Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

পেনশন স্কিম বাস্তবায়নের দাবি গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৫, ৬ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পেনশন স্কিম বাস্তবায়নের দাবি গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের

ছবি : বহুমাত্রিক.কম

গাজীপুর : গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা সরকার ঘোষিত পেনশন স্কিমের আওতাধীন বার্ষিক দুইটি উৎসব ও চিকিৎসা ভাতা দাবি করেছেন। শুক্রবার বিকেলে গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়াম হলরুমে ‘গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মী কল্যাণ সমিতি’র কেন্দ্রীয় কমিটির প্রথম সভা থেকে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি সামসুল আরেফিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জালাল উদ্দিন আহম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন আ: হামিদ,জুলফিকার হোসেন,শাহ আলম, সৈয়দ মো: মহসিন, অভিরঞ্জন রায়,কবীর হোসেন, মাহবুবুল আলম ,আ: রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। দেশের সকল প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর অবসরপ্রাপ্তরা এ সুবিধা ভোগ করলেও গ্রামীণ ব্যাংক ব্যতিক্রম। বক্তারা অবিলম্বে পেনশন স্কিম বাস্তবায়নের দাবি জানান।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer