Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

পৃথিবী থেকে চাঁদে যাচ্ছে অক্সিজেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮, ৪ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০৩:৩০, ৫ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

পৃথিবী থেকে চাঁদে যাচ্ছে অক্সিজেন

ঢাকা : চাঁদে আর অভাব থাকবে না অক্সিজেনের। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর বায়ুমন্ডল থেকে অক্সিজেন আয়ন ২.৪ বিলিয়ন বছরের জন্য চাঁদের দিকে যাচ্ছে।

জাপানের চন্দ্র কক্ষপথ ‘কাগুয়া’র তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ার চাঁদের উপর দিয়ে যায় তখন অক্সিজেন আয়ন স্থান পরিবর্তন করে। পৃথিবী থেকে চাঁদের দিকে যাওয়ার সময় এই অক্সিজেন সৌর বাতাসের বিস্ফোরণ থেকে চাঁদকে রক্ষা করে।

জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের জ্যোতিপদার্থবিজ্ঞানী কেনাত্র তেরাদা জানান, “আমাদের নতুন আবিষ্কার অনুযায়ী পৃথিবী ও চাঁদের মধ্যে এই প্রক্রিয়া একসঙ্গে শুধু গঠনগত ভাবেই বিবর্তন হচ্ছে না, রাসায়নিকভাবেও বিবর্তন হচ্ছে”।

জাপানি বিজ্ঞানীরা জানিয়েছেন, এই প্রথম পৃথিবী থেকে চাঁদে অক্সিজেন যাচ্ছে। মনে করা হচ্ছে যে কোটি কোটি বছর আগে পৃথিবীর বায়ুমন্ডল আজকের এই চন্দ্রপৃষ্ঠেই সংরক্ষিত ছিল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer