Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

পূনর্মিলনী : অনলাইন গণমাধ্যমের কল্যাণে ভূমিকা রাখবে ‘অনেব’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৪, ১৪ জুলাই ২০১৭

আপডেট: ০১:৫০, ১৪ জুলাই ২০১৭

প্রিন্ট:

পূনর্মিলনী : অনলাইন গণমাধ্যমের কল্যাণে ভূমিকা রাখবে ‘অনেব’

ছবি: বহুমাত্রিক.কম

ঢাকা : দেশের বিকাশমান অনলাইন গণমাধ্যমগুলোর কল্যাণে কার্যকর নেতৃত্বে যে সংকট রয়েছে ‘অনলাইন নিউজপেপার এডিটর এসোসিয়েশন অব বাংলাদেশ(অনেব)’ তা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে সদ্যঘোষিত জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭’ পর্যালোচনাপূর্বক অনলাইন সাংবাদিকতার জন্য সংগঠনের পক্ষ থেকে সহায়ক একটি সুপারিশও অচিরেই সরকারের কাছে তুলে ধরা হবে। 

বৃহস্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি রেস্তোরায় ‘অনেব’ এর ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভায় সংগঠনটির নেতৃবৃন্দ এসব কথা বলেছেন। 

সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপিপি বাংলা ডটকম এর প্রধান সম্পাদক সাহিদ সিরাজী, ভোরের বাণীর সম্পাদক নাসির উদ্দীন বুলবুল, বহুমাত্রিক.কম এর প্রধান সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, স্বদেশনিউজ২৪.কম এর সম্পাদক মোঃ সাইমুর রহমান, দ্য বিডি এক্সপ্রেস এর সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান, ডিজিটাল সময় এর সম্পাদক খালেদ সাইফুল্যাহ, বোটা’র সচিব এস এম সামসুল হুদা, মুক্তি নিউজটোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মো. শাহ পরান সিদ্দিকী, ফটোনিউজ২৪ ডটকম এর সম্পাদক আবু সুফিয়ান রতন প্রমূখ। 

পুনর্মিলনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-দৈনিক করতোয়ার মো. বিল্লাল হোসেন, দৈনিক ভোরে দর্পণের শওকত ওসমান সরকার পিন, বোমা’র সংস্কৃতি বিষয়ক সম্পাদক হামিদ রনি, একুশে সংবাদের প্রিয়াংকা আসাদুজ্জামানসহ অনেকে। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer