Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

পুলিশে কর্মরত নারীর সংখ্যা ১১,১০১ জন : স্বরাষ্ট্রমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০১:৫৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

পুলিশে কর্মরত নারীর সংখ্যা ১১,১০১ জন : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, পুলিশ বাহিনীতে কর্মরত নারীর সংখ্যা ১১ হাজার ১০১ জন।

তিনি মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য বেগম জেবুন্নেছা আফরোজের এক প্রশ্নের জবাবে আরো বলেন, এর মধ্যে প্রশিক্ষণরত ১ হাজার ২১৫ জন।

তিনি সরকারি দলের মনোয়ারা বেগমের অপর এক প্রশ্নের জবাবে বলেন, বর্তমানে বাংলাদেশ পুলিশের মঞ্জুরীকৃত পুলিশ পদের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৭১৩টি। দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবল যথেষ্ট নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা এবং দেশের আইন-শৃংখলা উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার ৫০ হাজারটি জনবল বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে বিভিন্ন পদবীর ৪১ হাজার ৩৩৬টি নতুন পদ সৃজন করা হয়েছে।

মন্ত্রী বলেন, অবশিষ্ট পদ সৃজনসহ বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে বিশেষায়িত ইউনিট হিসেবে রংপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জঙ্গি দমনে পুলিশ এন্টি টেররিজম ইউনিট এবং গার্ড এন্ড প্রটেকশন পুলিশ ইউনিট গঠনের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে আরও শক্তিশালী ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।

বহুমাত্রিক

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer