Bahumatrik Logo
২০ অগ্রাহায়ণ ১৪২৩, রবিবার ০৪ ডিসেম্বর ২০১৬, ৪:০৮ অপরাহ্ণ

পুরনো সম্পর্ক এখন অতীত:কারিনা


১২ জুন ২০১৬ রবিবার, ০৯:১২  পিএম

বহুমাত্রিক ডেস্ক


পুরনো সম্পর্ক এখন অতীত:কারিনা

ঢাকা: সম্প্রতি অভিষেক চৌবের ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই দুই প্রাক্তন লাভবার্ড।

যদিও শোনা যাচ্ছে, শহিদ-কারিনা নাকি ছবিতে একবারের জন্যও স্ক্রিন শেয়ার করেননি। তবে ছবির প্রচারে এসে এক মঞ্চে উঠতে হল ‘বেবো’ আর ‘সাশা’কে।

‘উড়তা পঞ্জাব’-এর প্রচারে অতীত প্রেম নিয়ে করিনাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পুরনো সম্পর্ক এখন অতীত। সেই দিন পেছনে ফেলে আমরা দু’জনেই অনেকটা এগিয়ে এসেছি। সংবাদ মাধ্যমগুলোরও উচিত এবার আমাদের নিস্তার দেওয়া। আমরা অতীত নিয়ে নয় বরং ভবিষ্যতের দিকে তাকাতে চাই।’

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।