Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

পুয়লকে কেন ইরানি টিভিতে ঢুকতে দেওয়া হয়নি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩০, ২৩ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পুয়লকে কেন ইরানি টিভিতে ঢুকতে দেওয়া হয়নি

ঢাকা : স্পেনের জাতীয় দলের সাবেক খেলোয়াড় কার্লেস পুয়লকে ইরানের একটি টেলিভিশনে আমন্ত্রন করে নিয়ে গিয়েও অনুষ্ঠানের সেটে ঢুকতে দেয়া হয়নি।

বিশ্বকাপের খেলায় ইরান ও স্পেনের ম্যাচ ছিল বুধবারে। এই ম্যাচে ইরানের আইআরটিভি-থ্রিতে ধারাবর্ণনা দেয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে ইরানে নিয়ে যাওয়া হয় এই বার্সেলোনা তারকাকে।

কিন্তু স্পেন থেকে ইরানে যাবার পর সেই টিভি স্টেশনে মি. পুয়লকে ঢুকতে দেয়া হয়নি। বলা হয়েছে, পুয়লের চুল বড় থাকায় তা ইসলামী সংস্কৃতির সাথে মানানসই নয়। তাই, তাকে প্রবেশ করতে অনুমতি দেয়া হয়নি।

এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন আদেল ফেরদোসপৌর। এই ঘটনার পর মি. পুয়লকে ছাড়াই ফেরদোসপৌর অনুষ্ঠান শুরু করেন বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ।

আইএসএনএ আরো জানায় অনুষ্ঠানের শুরুতে উপস্থাপক ফেরদোসপৌর এক ঘোষণায় বলেন "মি. পুয়ল আজ রাতে এখানে থাকার কথা ছিল। কিন্তু তিনি এখন হোটেল কক্ষে রয়েছেন। তাকে আনতে সর্বোচ্চ চেষ্টা আমি করেছি। আমি ক্ষমা প্রার্থী।"

স্পেনের জাতীয় দলের সাবেক খেলোয়াড় কার্লেস পুয়লকে ইরানের একটি টেলিভিশনে আমন্ত্রণ করে নিয়ে গিয়েও অনুষ্ঠানের সেটে ঢুকতে দেয়া হয়নি।

বিবিসি বাংলা

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer