Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

‘পার্লামেন্ট নিয়ে প্রধান বিচারপতির প্রশ্ন করার অবকাশ নেই’

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪২, ১৩ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘পার্লামেন্ট নিয়ে প্রধান বিচারপতির প্রশ্ন করার অবকাশ নেই’

ছবি: বহুমাত্রিক.কম

ঝালকাঠি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পার্লামেন্ট নিয়ে প্রধান বিচারপতির প্রশ্ন করার কোন অবকাশ নেই। দেশের বর্তমান পার্লামেন্ট যদি অবৈধ হয় তবে প্রধান বিচারপতির নিয়োগও অবৈধ।

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ৫৪ সালে প্রভাবশালী মুসলীম লীগ সরকারকে হারিয়ে দুই বছর একক ভাবে ক্ষমতার অধিকারী ছিল। এদেশ স্বাধীন না হলেও আওয়ামী লীগ এই দেশে মাথা তুলে থাকতো, আমরা পার্লামেন্টের সদস্য থাকতাম। কিন্তু বঙ্গবন্ধুর অবদানের কারণেই একজন সাধারণ আইনজীবিও আজ দেশের প্রধান বিচারপতি হওয়ার সুযোগ পেয়েছে, মর্যাদা পেয়েছে।

শনিবার ১৫ আগস্ট উপলক্ষে ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুবকদের মধ্যে ঋণের চেক ও সদনপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও পুলিশ সুপার জোবায়েদুর রহমান।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে যুবক-যুবতী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer