Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

পাবিপ্রবি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৮, ২৭ আগস্ট ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পাবিপ্রবি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

পাবনা : অনিয়ম-অব্যবস্থাপনা নিরসনের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) আবাসিক ছাত্ররা ভাংচুর ও গাড়িতে আগুন দেওয়ার পর ছুটি ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার মধ্যরাতে বিক্ষুব্ধ ছাত্ররা কয়েকটি ভবনে ব্যাপক ভাংচুর ও ৩টি বাসে অগ্নিসংযোগের পর শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাউন্সিলের জরুরি সভায় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।

পাশাপাশি বিকাল ৫টার মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয় এখবর নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাবনা সদর থানায় একটি মামলা ও ঘটনাটি তদন্তের জন্য ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer