Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

‘পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে সরকার সর্বাত্মক চেষ্টা করছে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৫, ১২ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে সরকার সর্বাত্মক চেষ্টা করছে’

ঢাকা : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি সোমবার সংসদে সরকারি দলের হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এ কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে কোন প্রকার মোবাইল ফোন বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা রয়েছে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, এছাড়া, কেন্দ্র সচিব ছাড়া অন্যান্য শিক্ষকদের ক্ষেত্রেও পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বহন বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কেন্দ্র সচিবও পরীক্ষা কেন্দ্রে স্মার্ট ফোন ব্যবহার করতে পারবেন না।

তিনি বলেন, যে সকল পরীক্ষা কেন্দ্রে এর ব্যত্যয় ঘটেছে সেখানেই সংশ্লিষ্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ২০১৭ সালে ঢাকা বোর্ডের অধীন অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষার প্রথম দিনেই ট্রেজারি থেকে প্রশ্নপত্র সংগ্রহের সময় সঙ্গে মোবাইল ফোন রাখার দায়ে ৩ জন শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে সারা দেশে এ কার্যক্রম অব্যাহত রাখা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer