Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

পাবনায় বিরল প্রাণি দেখতে কৌতুহলীদের ভিড়

পাবনা সংবাদদাতা

প্রকাশিত: ০৩:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পাবনায় বিরল প্রাণি দেখতে কৌতুহলীদের ভিড়

ছবি: সংগৃহীত

পাবনা : জেলায় বিরল প্রজাতির এক বন্যপ্রাণী উদ্ধার করেছে এলাকাবাসি। প্রাণিটি অনেকটা বড় আকারের বিড়ালের মতো দেখতে। জেলার ভাঙ্গুড়া পৌর এলাকার চৌবাড়িয়া সাহেবপাড়া মহল্লার একটি বাসা থেকে রোববার এ প্রাণিটি উদ্ধার করা হয়। প্রাণিটিকে দেখতে ভিড় করছেন কৌতূহলী মানুষ। 

চৌবাড়িয়া সাহেবপাড়া মহল্লার মো. ইসারত আলীর ছেলে মো. আব্দুল মালেক জানান, রোববার সকাল ৬টার দিকে তার দালান বাড়িতে একটি কবুতরের বাসায় এই বন্যপ্রাণিটিকে দেখা যায়। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাণীটিকে উদ্ধার করা হয়।

পরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসকের কাছে প্রাণিটিকে হস্তান্তর করেন তিনি। প্রাণিসম্পদ কর্মকর্তারা প্রাণিটির নাম-পরিচয় জানাতে পারেননি।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, বিরল প্রাণিটির চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে বন বিভাগকে জানানো হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer