Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

পানি বন্টন নিয়ে ভারত-পাকিস্তান বিবাদের আশঙ্কা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯, ২২ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পানি বন্টন নিয়ে ভারত-পাকিস্তান বিবাদের আশঙ্কা

ঢাকা : একদিকে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে যখন বাংলাদেশের সাথে বিবাদ চলছে, তখন পশ্চিম সীমান্তে পাকিস্তানের সাথেও ভারতের একটি পানি সমস্যা শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সিন্ধু অববাহিকা থেকে ভারত সর্বাধিক পরিমাণ পানি সরিয়ে নিতে চাইছে।ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বিবিসিকে এ খবর নিশ্চিত করেছেন।

তারা বলছেন সিন্ধু, চেনাব এবং ঝিলাম নদীতে আগামী কয়েক বছরের মধ্যে ভারত বড় বড় জলাশয় নির্মাণ করবে এবং খাল খনন করবে।

এই তিনটি নদী ভারত-প্রশাসিত কাশ্মীরের ভেতর দিয়ে প্রবাহিত হলেও এক আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী এর বেশিরভাগ জলের হিস্যা পায় পাকিস্তান।

এখন ভারতের এই পরিকল্পনায় পাকিস্তান অত্যন্ত নাখোশ হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।সিন্ধু অববাহিকায় ভারতের দুটি বিশাল জল বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে ইসলামাবাদ কর্তৃপক্ষ ইতোমধ্যেই প্রতিবাদ জানিয়েছে।ভারত ও পাকিস্তান ১৯৬০ সালে সিন্ধু জল বণ্টন চুক্তিতে সই করে।

ভারতীয় কর্মকর্তারা বলছেন, তারা এর আগে সিন্ধু অববাহিকায় পানি ব্যবহার নিয়ে তেমন একটা চিন্তাভাবনা করেনি এবং তাদের এই পরিকল্পনায় সিন্ধু চুক্তির বরখেলাপ হবে না।

গত সেপ্টেম্বর মাসে ভারত-প্রশাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত সিন্ধু চুক্তির পুনর্মূল্যায়ণ শুরু করে।

বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, পাকিস্তানের ওপর চাপ প্রয়োগের জন্যই ভারত জল বণ্টন ইস্যুটিকে ব্যবহার করতে চাইছে।

বিবিসি বাংলা

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer