Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

পাটুরিয়ায় পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ১৬ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পাটুরিয়ায় পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি

ঢাকা : নাব্যতা সংকট, নদীতে পানি কমে যাওয়া, দফায় দফায় পন্টুন ওঠানামার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

এতে বৃহস্পতিবার সকাল থেকে পাটুরিয়া ঘাটে তিন শতাধিক পণ্যবাহী ট্রাকসহ চার শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।ফলে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

বিআইডাব্লিউটিসি পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দীন রাসেল জানান, এ নৌ-রুটে ছোট-বড় ১৭টি ফেরির মধ্য ১৬টি চলাচল করছে। নদীতে প্রতিনিয়ত পানি কমার কারণে ঘাটের পন্টুনগুলো নিচে নামানো হচ্ছে। এতে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের পন্টুন নিচে নামানোর জন্য ঘাটটি বন্ধ রয়েছে। ফলে

পাটুরিয়া ঘাটে তিন শতাধিক পণ্যবাহী ট্রাকসহ চার শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer