Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

পাকিস্তানের জয়ে অবনতি বাংলাদেশের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৭, ১৮ জুন ২০১৭

আপডেট: ২৩:৪৯, ১৮ জুন ২০১৭

প্রিন্ট:

পাকিস্তানের জয়ে অবনতি বাংলাদেশের

ঢাকা : চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে বাংলাদেশ। বিশ্বকাপের পর দ্বিতীয় মর্যাদাপূর্ণ আসরের শেষ চারে উঠে ইতিহাস গড়া মাশরাফিদের আসর শেষেই শুনতে হলো একটি হতাশার খবর।

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতে বাংলাদেশকে টপকে পাকিস্তান র‍্যাংকিংয়ে ছয়ে উঠে গেছে। বাংলাদেশ তাই আবার নেমে গেছে সাতে।

চ্যাম্পিয়নস ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দারুণ সাফল্যে পেয়ে র‍্যাংকিংয়ে ছয়ে উঠেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে টপকে চয়ে উঠলেও এই অবস্থানটা বেশিদিন ধরে রাখতে পারেনি। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের দিনই র‍্যাংকিংয়ে অবনতি হয় বাংলাদেশের। র‍্যাংকিংয়ে বাংলাদেশ সাতে নেমে গেলে রেটিং পয়েন্ট কমেনি, তাদের পয়েন্ট এখন ৯৪।

র‍্যাংকিংয়ে অবনতি হলেও ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলাতে খুব একটা শঙ্কা নেই বাংলাদেশের। পরবর্তী বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ড ও এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষ সাতটি দল সরাসরি খেলবে এই আসরে খেলবে। সে পর্যন্ত বাংলাদেশের অবনতি হওয়ার সম্ভাবনা খুবই কম।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer