Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

পাকিস্তানে পুলিশ ট্রেনিং কলেজে জঙ্গি হামলায় নিহত ৫১

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২২, ২৫ অক্টোবর ২০১৬

আপডেট: ১০:৪১, ২৫ অক্টোবর ২০১৬

প্রিন্ট:

পাকিস্তানে পুলিশ ট্রেনিং কলেজে জঙ্গি হামলায় নিহত ৫১

ঢাকা : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় পুলিশ প্রশিক্ষণ কলেজে জঙ্গি হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। নিহতদের বেশিরভাগই ক্যাডেট।

সোমবার রাতের এ হামলায় অন্তত ৯৭ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার পর সেনাবাহিনী এবং ফ্রন্টিয়ার ক্রপস বাহিনী অভিযান চালিয়ে ভবনে জিম্মি ৬০০ ক্যাডেটকে জীবিত উদ্ধার করেছে। খবর বিবিসি, ডন অনলাইনের।

ফ্রন্টিয়ার ক্রপসের (এফসি) আইজি মেজর জেনারেল শের আফগান এক ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, এখনই হতাহতের সঠিক পরিসংখ্যান বলা যাবে না। তবে ২০ জনের অধিক নিহত এবং অন্তত ৬৫ জন আহত হয়েছে।

তিনি জানান, হামলাকারী তিনজন ছিল। এদের মধ্যে দু`জন আত্মঘাতী হামলায় নিজেকে উড়িয়ে দিয়েছে। একজন অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে।

হামলাকারীদের আফগানিস্তানের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল বলেও জানান শের আফগান।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর সরফরাজ আহমেদ বাগতি বলেছেন, হামলায় ৫১ জন নিহত হয়েছে। ভবন থেকে জিম্মিদের উদ্ধারে অভিযান সফল হয়েছে।

হামলার পর ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি অভিযান জোরদার করেছে।

নিরাপত্তা বাহিনী জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে তিন জঙ্গি পুলিশ ট্রেনিং কলেজের প্রধান ফটক দিয়ে অতর্কিত ঢুকে পড়ে বেশ কিছু প্রশিক্ষণার্থীকে জিম্মি করে। তাদের হাতে একে-৪৭ রাইফেল এবং গ্রেনেড দেখা যায়।

 

পরে সেনাবাহিনীর দু`টি হেলিকপ্টার জিম্মিদের উদ্ধারে কাজ করে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer