Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

পাকিস্তানী ১৯৫ যুদ্ধাপরাধীরও বিচার হবে : মোজাম্মেল হক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০০, ২৬ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পাকিস্তানী ১৯৫ যুদ্ধাপরাধীরও বিচার হবে : মোজাম্মেল হক

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, চিহ্নিত ১৯৫ জন পাকিস্তানী যুদ্ধাপরাধীর বিচার করা হবে। এজন্য প্রয়োজনে আর্ন্তজাতিক আদালতে যাওয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশী মানবতাবিরোধীদের বিচার হলেও পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচার এখনও সম্ভব হয়নি। তবে তাদের বিচারও করা হবে।’

মন্ত্রী সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে বাংলাদেশ গণ আজাদী লীগ আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় থাকায় জঙ্গিবাদ পৃষ্ঠপোষকতা পেয়েছে। তবে বর্তমান সরকার জঙ্গিবাদ নির্মূল করে সকল ধর্মের মানুষের সমঅধিকার নিশ্চিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ আজাদী লীগের সভাপতি এডভোকেট এস. কে শিকদার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer