Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

পাইলট আবিদের স্ত্রীর অবস্থা সংকটাপন্ন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৭, ১৯ মার্চ ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পাইলট আবিদের স্ত্রীর অবস্থা সংকটাপন্ন

ঢাকা : নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম টপি ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক।

সোমবার সকালে অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পর্যবেক্ষণ ইউনিট থেকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পারিবারিক সূত্রে জানা যায়, বিমান দুর্ঘটনায় তার স্বামী নিহত হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

রোববার ভোরে মস্তিস্কে রক্তক্ষরণ হয় তার। পরে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

কর্তব্যরত চিকিৎসক ড. সিরাজি শফিকুল ইসলাম জানান, গতকাল রাতে আরেকবার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে আবারো তার অপারেশন করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer