Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

পাইকপাড়ায় নিহত বাকি দুই জঙ্গির নাম জানা গেছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২০, ২৭ আগস্ট ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পাইকপাড়ায় নিহত বাকি দুই জঙ্গির নাম জানা গেছে

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অপারেশন ‘হিট স্ট্রং ২৭’-এ নিহত বাকি দুই জঙ্গির নাম পাওয়া গেছে। এরা হচ্ছেন- মানিক (৩৫) ও ইকবাল (২৫)।

অভিযানে অংশ নেয়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের এক সদস্য প্রাথমিকভাবে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের মাঝে মানিক গত ঈদের আগে মানিক পাইকপাড়ার দুই কক্ষের ওই বাসাটি ভাড়া নিয়েছিল। তার মাধ্যমেই ওই বাড়িতে ওঠে গুলশান হামলার হোতা তামিম চৌধুরী।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, কল্যাণপুর থেকে গ্রেপ্তার হওয়া রিগ্যানকে নিহত মানিক ও ইকবালের ছবি দেখে তাদের পরিচয় নিশ্চিত করেছে।

কল্যানপুরের অভিযানের সময় ইকবাল একে-২২ রাইফেল নিয়ে পালিয়েছিল। শনিবারের অভিযানে ওই রাইফেলটি পাওয়া গেছে, জানা পুলিশ কর্মকর্তারা।

পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিট ও বিশেষায়িত সোয়াত টিমের সদস্যরা।

অভিযানে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer