Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

কারো প্রভুত্ব বাংলাদেশের মানুষ স্বীকার করবে না : খালেদা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৭, ১৪ এপ্রিল ২০১৭

আপডেট: ২৩:১৮, ১৪ এপ্রিল ২০১৭

প্রিন্ট:

কারো প্রভুত্ব বাংলাদেশের মানুষ স্বীকার করবে না : খালেদা

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, কেউ যদি আমাদের বন্ধু হয়ে প্রভু হতে চায়, সেটা আমরা কখনো মেনে নেব না। কারো প্রভুত্ব বাংলাদেশের মানুষ স্বীকার করবে না।

শুক্রবার বিকালে নয়াপল্টনে বিএনপির বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি। 

খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশের অবস্থা দেখে অনেকে এগিয়ে আসতে চায় অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য এবং উন্নয়নের নামে অভ্যন্তরে ঢুকে দেশকে দুর্বল করার জন্য। ১৬/১৭ কোটি লোক ঐক্যবদ্ধ হলে তাদের কারো সাহায্যের প্রয়োজন নেই।’

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই-কেউ যদি আমাদের বন্ধু হয়ে প্রভু হতে চায়, সেটা আমরা কখনো মেনে নেব না। কারো প্রভুত্ব বাংলাদেশের মানুষ স্বীকার করবে না।’

খালেদা বলেন, ‘গণতন্ত্র ও জনগণের কল্যাণের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। বিএনপি সবসময় জনগণের কল্যাণ ও জাতীয় ঐক্যে বিশ্বাস করে। আমরা ঐক্যবদ্ধ থাকলে দেশের উন্নয়ন সম্ভব।’

নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস’র আয়োজনে বাংলা নববর্ষ-১৪২৪ উপলক্ষে এই অনুষ্ঠানে জাসাস সভাপতি অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আবদুল মঈন খান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer