Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

পর্দা উঠলো ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৮, ১০ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পর্দা উঠলো ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের

ঢাকা : বৃহস্পতিবার সন্ধ্যায় জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠলো তিন দিনব্যপী ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৭’ এর। দেশ-বিদেশের ১৪০ জন লোকসংগীত শিল্পী এতে অংশগ্রহণ করছেন।

রাজধানীর বনানীস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সন্ধ্যায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তৃতীয়বারের মতো আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন।

তৃতীয় এ উৎসবকে সামনে রেখে আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনসের চেয়ারম্যান ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বার্তা সংস্থা বাসসকে জানান, ৩ দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিনের উৎসব আয়োজন সন্ধ্যা ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত চলবে। দর্শকদের প্রবেশের জন্য আজ উদ্বোধনী দিনে বিকেল ৪টা থেকেই স্টেডিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে।

তিনি বলেন, উদ্বোধনী সন্ধ্যায় আজ সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের বাউলিয়ানা, ফকির শাহাবুদ্দিন, ব্রাজিলের মাউরিসিও টিযুমবা এ্যান্ড সেক্সটেট, তিব্বতের শিল্পী তেনজিন চো’য়েগাল এবং ভারতের আসাম প্রদেশ থেকে আগত শিল্পী পাপন।

অঞ্জন চৌধুরী জানান, এবারের উৎসবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ইরান, ব্রাজিল, মালী, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জাপান থেকে প্রায় ১৪০ জন লোকসংগীত শিল্পী অংশগ্রহণ করছেন।

তিনি বলেন, লোকসংগীতের এই মহোৎসবে এবারের উল্লেখযোগ্য শিল্পীরা হলেন- বাংলাদেশের শাহজাহান মুন্সি, আরিফ দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, শাহনাজ বেলী, শাহ আলম সরকার, বাউলা, বাউলিয়ানা ও আলেয়া বেগম। ভারত থেকে পাপন, নুরান সিস্টার্স ও বাসুদেব দাস বাউল। মালী’র বিশ্বখ্যাত গ্র্যামি বিজয়ী তিনারিওয়েন ব্যান্ড। পাকিস্তান থেকে মিকাল হাসান ব্যান্ড। নেপাল থেকে কুটুম্বা। তিব্বতের ফোক শিল্পী তেনজিন চো’য়েগাল। ইরান থেকে রাস্তাক। ব্রাজিল থেকে মোরিসিও টিযুমবাসহ আরও অনেকে পরিবেশন করবেন শেকড় সন্ধানী গান।

সান কমিউনিকেশনের চেয়ারম্যান আরো জানান, প্রতিবছরের মতো এবারও সে সকল দর্শক অনলাইন রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছেন, শুধু তারাই সম্পূর্ণ বিনামূল্যে লোকসংগীতের এ মহোৎসব উপভোগ করতে পারবেন।

সারা বিশ্বের সঙ্গীত পিপাসুদের জন্য অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনের মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে। যে সকল দর্শক-শ্রোতা রেজিস্ট্রেশন করতে পারেননি তারাও টিভি চ্যানেলের সামনে বসে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer