Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

পররাষ্ট্রমন্ত্রীর সাথে স্পেনিশ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০২, ৭ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পররাষ্ট্রমন্ত্রীর সাথে স্পেনিশ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ঢাকা : স্পেনের রাষ্ট্রদূত এদুয়ার্দো দি লেইগলেসিয়া ওয়াচ ডেল রোসাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপির সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বাংলাদেশে স্পেনের ৪টি কম্পানি ৫টি প্রকল্পের মাধ্যমে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।

এ ছাড়া, বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন কার্যক্রমের একটি প্রকল্পে একটি স্প্যানিশ কম্পানি কার্যাদেশ পাওয়ায় পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।

এর আগে স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এর সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer