Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

‘পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্প এখন আর স্বপ্ন নয়’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ৬ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্প এখন আর স্বপ্ন নয়’

ঢাকা : রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্প এখন আর স্বপ্ন নয়, বাস্তব। পদ্মা সেতুতে একইদিনে রেল ও যানবাহন চলবে। আমরা সেইভাবেই পরিকল্পনা নিয়েছি। এই প্রকল্পের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।

রোববার রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, প্রথমে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেল চলবে। ইতোমধ্যেই ৮০ ভাগ ভূমি উন্নয়ন হয়ে গেছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালুর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের কাজ শুধু ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন কাজে সীমাবদ্ধ ছিলো। মূলত চীনা সহায়তা না পাওয়াই মূল প্রকল্পের কাজ থেমে ছিলো। চীনের সঙ্গে চুক্তি সই হওয়ায় সব ধোঁয়াশা কেটে গেছে।

এ সময় রেল সচিব মোফাজ্জেল হোসেন, রেলসংযোগ প্রকল্পের পরিচালক ফখরুদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer