Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা : কাদের

মুন্সীগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: ১২:১৬, ৩০ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ১২:১৭, ৩০ সেপ্টেম্বর ২০১৭

প্রিন্ট:

পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা : কাদের

মুন্সীগঞ্জ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির (পিলার) ওপর প্রথম স্প্যান (সুপার স্ট্রাকচার) বসানো হয়েছে। কোনো রঙিন স্বপ্ন নয়, পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা।’

শনিবার সকাল সোয়া ১০টায় পিলারের ওপর প্রথম সুপার স্ট্রাকচার বসানোর পর মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘৩৯,  ৪০ ও ৪২ নম্বর পিলারের কাজও খুব দ্রুতগতিতে এগিয়ে চলছে। শিগগিরই ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর স্প্যান বসানো হবে।’

২০১৫ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের প্রায় ৪৭ শতাংশেরও বেশি কাজ শেষ হয়েছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ  এ সেতুতে ৪২  পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় হবে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা। আগামী বছরের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer