Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

পদ্মা পার হওয়ার অপেক্ষায় হাজারো গাড়ি

মুন্সীগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: ১০:২৪, ১৩ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পদ্মা পার হওয়ার অপেক্ষায় হাজারো গাড়ি

মুন্সীগঞ্জ : আসন্ন ঈদকে সামনে রাখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।বুধবার ভোর থেকে প্রিয় মানুষদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ।

বিআইডব্লিউটিসি সূত্র থেকে জানা যায়, শিমুলিয়া ঘাট এলাকায় অন্তত ৭ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়তে পারে।এদিকে দক্ষিণবঙ্গের যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, সকাল থেকে স্পিডবোটে পারাপারে ২০০ টাকা করে ভাড়া নিচ্ছে। বোটগুলো অতিরিক্ত ভাড়াসহ অতিরিক্ত যাত্রীও নিচ্ছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, রোববার ভোর থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। ঘাট এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৭ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এরমধ্যে মোটরসাইকেল ও ছোট গাড়ির সংখ্যা বেশি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer