Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

পদ্মসেতু দেখে আবেগে আপ্লুত প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮, ১৬ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পদ্মসেতু দেখে আবেগে আপ্লুত প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত

ঢাকা : বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মাসেতু। দেশি-বিদেশি কুচক্রী মহলের হাজারো কূটপরিকল্পনা পায়ে ঠেলে ক্রমশ দীর্ঘ হচ্ছে স্বপ্নের এই সেতু। আর তাই দেখে আবেগে আপ্লুত বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোকদিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানা।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে ঢাকায় ফেরার পথে হেলিকপ্টার থেকে স্বপ্নের পদ্মাসেতুর কার্যক্রমের অগ্রগতি প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। এসময় তাকে বেশ আত্মবিশ্বাসী দেখা যায়।

হেলিকপ্টার থেকে প্রধানমন্ত্রী পদ্মসেতু প্রত্যক্ষ করার ছবি প্রকাশ করেছেন প্রেস উইংয়ে কর্মরত ফটোসাংবাদিক ইয়াসিন কবির জয়। তিনি ছবিটি ফেইসবুকে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘অভিনন্দন ❤️ বঙ্গবন্ধুকন্যা
প্রমত্তা পদ্মায় গর্বিত এক বাংলাদেশ!`

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer