Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

পদ্মনাভ অধিকারীর দু’টি কবিতা

প্রকাশিত: ০২:২২, ১৫ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পদ্মনাভ অধিকারীর দু’টি কবিতা

তাপদগ্ধ রুদ্ধশ্বাসে

বৈশাখের তাপদগ্ধ রুদ্ধশ্বাসের দিন,
নেতিয়ে পড়েছে গাছ গাছালি অনড় কম্পহীন !

যেদিকে চোখযায় কুহেলিকা সন্দিহান বোধের দৃষ্টি,
জলাধার শুকিয়ে কাঠ ধুলোয় ধূসর এ কি অনাসৃষ্টি !

চাতক প্রাণ জল চেয়ে করে আনচান
নিদাঘাতে বেসামাল কাতর প্রাণ।

ঠিক তখন যাচিত মেঘ এলো ভেসে আকাশের গায়
উষ্ণ বাতাস উঠে গেলো উর্ধ্বাকাশে নামলো শীতল বায় !

যখন এলোমেলো ঝড়ো হাওয়া লন্ড ভন্ড করে সজোরে
তৃষিত চাতক মিটায় তৃষা নবধারা ঝরলে অঝোরে।

সে কথা আর না জানুক কেউ

খোঁপা থেকে সরিয়ে নিলে
বিশল্য করণি,
মুহূর্তে চুল গুলো হয়ে যায়
মুক্ত প্রজাপতি !

পরিবেশটা নিমেষেই
বদলে গিয়ে,
খিল খিল হেসে ওঠে
সে কুমারী মেয়ে !

পাতাবাহার দুলে উঠে
দোলখায়,কি সে আনন্দ !
যে ছন্দে পাখা মেলে মন ময়ূর,
ঝনাক ঝনাক বেজে যায় পা এর নূপুর !

যে সুযোগে ফাগুন হাওয়া
কি যেন বলে যায় কানে কানে,
সে কথা আর না জানুক কেউ
মন জানে আর সে জানে।

কারুকাজ, কেশবলাল রোড, যশোর

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer