Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

পদ্মনাভ অধিকারীর দু’টি কবিতা

প্রকাশিত: ২১:৪৬, ১২ জুন ২০১৬

আপডেট: ০১:১২, ২০ জুন ২০১৬

প্রিন্ট:

পদ্মনাভ অধিকারীর দু’টি কবিতা

একে অন্যের

পঁচিশ আগষ্ট, দুইশূন্য বারো।
ক্যাপ্টেন মনসুর আলীর কাজীপুরের
যমুনার জল-যেই না ছুঁয়েছি আমি,
তীর ভাঙ্গা আনন্দে; কলকল, খিলখিল
হাসি দিয়ে, ছুটে গেলো উচ্ছ্বাসে যমুনা...,
আমি ফিরে গেলাম বর্ষার কবিতা উৎসবে।

বিস্মিত হয়ে চেয়েছিলাম কতক্ষণ!
আমি জানিনা-সে কথা আমার মন জানে।
যে কথা ভেবে হয়েছি অবাক, স্রোতস্বিনী
যমুনা-কত ভয়ঙ্কর! আবার তীরবর্তীদের
দুখ-সুখের সাথী...

সময় থেমে থাকে না, তাই থাকেনি থেমে যমুনা
বহে গেছে সে নিরবধি, আর তীরবর্তীরা,
একে অন্যের রয়ে গেছে-আজ অবধি...

১৯ জ্যৈষ্ঠ ১৪২৩ 

এমন যদি হবে

নাটক কি আর লিখব আমি,
নাটক লিখেছে আমাকে;
ভ-ামোর জীবন্ত পৃৃথিবীতে-

যেখানেই দেখি- শুধু ভ-ামোর খেলা!
মুখোশি মুখোশের নীচে সব; চরিত্রের চরিত্র!!!
যা দেখে-শুনে গা গুলিয়ে আসে,
ভীষণ ঘৃণা হয় ঐসব স্রষ্টার প্রতি।

কি বেহায়া ওরা! তা-নাহলে,
এমন জগত তৈরি করে, না-তার ভেতর
ছেড়ে দিয়ে আমাকে; খেলা দেখে?!

একমাত্র বেজন্মা ছাড়া, এমন ঘৃর্ণিত কাজ
কেউ করে ??? এমন ভ- ঐ শালার বিধাতা সব,
যেখানে বিধি আছে-বিধান নেই, ধর্ম আছে
তার দেখা মেলে না!

এমন যদি হবে, তবে সৃষ্টির নামে
ভণ্ড স্রষ্টার কি দরকার? অমন জাওরামো
সামাজিক জীবই করতে পারে-

১৮ জ্যৈষ্ঠ ১৪২৩

কারুকাজ, কেশবলাল রোড, যশোর

[email protected]

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer