Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, বুধবার ১৭ এপ্রিল ২০২৪

পদত্যাগ করলেন রিচার্ড হ্যালসল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫২, ২০ মার্চ ২০১৮

আপডেট: ২১:৫৭, ২০ মার্চ ২০১৮

প্রিন্ট:

পদত্যাগ করলেন রিচার্ড হ্যালসল

ফাইল ছবি

ঢাকা : এবার পদত্যাগ করলেন বাংলাদেশ দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসল। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এতথ্য নিশ্চিত করে জানিয়েছে, বিসিবি হ্যালসলের পদত্যাগপত্রও গ্রহণ করেছে।

বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘রিচার্ড অফিসিয়ালি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা বুঝতে পেরেছি, তার সিদ্ধান্তটা পুরোপুরি পারিবারিক কারণে। কারণ তিনি তার অসুস্থ বাবার কাছাকাছি থাকতে চান। বোর্ড (বিসিবি) তার অগ্রাধিকারকে অবশ্যই প্রাধান্য দেবে এবং এ কারণেই তার পদত্যাগপত্র আমরা গ্রহণ করে নিয়েছি।’

সুজন বলেন, ‘রিচার্ড গত চার বছর ধরে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের একজন পূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন। এমনকি গত চার বছরে বাংলাদেশের যে সাফল্য অর্জিত হয়েছে, সেগুলোতে তিনি ছিলেন অংশীদার। বাংলাদেশ ক্রিকেটে তার অবদানের জন্য রিচার্ডকে ধন্যবাদ জানাতে চায় বোর্ড এবং তার ভবিষ্যৎ যেন সাফল্যমণ্ডিত হয় সে প্রত্যাশাই আমরা করবো।’

এক বিবৃতিতে বিসিবিকে ধন্যবাদ জানিয়ে হ্যালসল বলেন, ‘চার বছর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ দেয়ার জন্য বিসিবিকে বিশেষ ধন্যবাদ। বেশ কয়েকজন চমৎকার সহকর্মীর সঙ্গে আমি কাজ করেছি। যেটা আমার ক্যারিয়ারকে আরও উন্নত এবং সামনে এগিয়ে নেয়ার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে আমি আমার এই সময়টা কখনোই ভুলতে পারবো না এবং ভবিষ্যতে তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে যাবো।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer