Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

পদকজয়ী ক্রীড়াবিদদের সংবর্ধনা দিল আনসার ও ভিডিপি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১২, ২৪ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পদকজয়ী ক্রীড়াবিদদের সংবর্ধনা দিল আনসার ও ভিডিপি

ঢাকা : জাতীয় পর্যায়ে পদক জয়ী ক্রীড়া বিদদের সংবর্ধনা দিল বাংলাদেশ আনসার ও ভিডিপি। আজ খিলগাঁওস্থ আনসার ও ভিডিপির সদর দপ্তরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে গেল বছর জাতীয় পর্যায়ে পদকজয়ী ২০৪ জন ক্রীড়াবিদকে আর্থিক পুরস্কার দিয়ে সংবর্ধিত করে এই বাহিনী।

আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান স্বর্ণজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুল আলম, পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) নিমাই কুমার দাস ও উপ-পরিচালক (প্রশিক্ষণ) একেএম মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

আনসার মহাপরিচালক এসময় বলেন, ‘২০১৬ সাল ছিল আনসার ক্রীড়াবিদদের সোনালী বছর। এই বছরেই মাবিয়া স্বর্ণপদক জিতেছেন। জাতীয় ভারোত্তোলনেও রেকর্ড গড়েছেন। অন্য ক্রীড়াবিদরাও ছিল স্বমহিমায় উজ্জ্বল। আমরা তৃণমূল থেকে খেলোয়াড়দের সংগ্রহ করে অনুশীলনের মাধ্যমে গড়ে তুলি। যার ফল এখন ক্রীড়াঙ্গন পাচ্ছে।

এবার তাদেরকে উৎসাহিত করার জন্যই আমাদের এই সংবর্ধনার আয়োজন। তাছাড়া এই বাহিনীর ক্রীড়াবিদদের বীরোচিত ভমিকায় বিগত বাংলাদেশ গেমসে আমরা পরপর চারবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি।’

অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুল আলম বলেন, ‘১৯৮৪ সালে আনসার ক্রীড়াক্ষেত্রে অবদান রাখতে শুরু করে। আজ ৩২ বছর পর ক্রীড়াঙ্গনে এই বাহিনীই সেরার ভূমিকায় রয়েছে।’ পরিচালক নিমাই কুমার দাস বলেন, ‘এই কৃতিত্ব পুরোটাই আনসারের ক্রীড়াবিদদের। আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। তারা আরও এগিয়ে যাবে বলেই আমাদের বিশ্বাস।’

গত বছর আনসার ও ভিডিপি ক্রীড়া দল জাতীয় পর্যায়ের ১৫টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৯২টি স্বর্ণ, ৭৯টি রুপা ও ৬৯টি ব্রোঞ্জপদক অর্জন করে। যার মধ্য জিমন্যস্টিকস, ফেন্সিং, আরচারি, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, রেসলিং, তায়কোয়ানডো, উশু, কারাতে ও শরীরগঠনে সাফল্য ছিল উল্লেখ্যযোগ্য। এই ১০টি ডিসিপ্লিনের জাতীয় প্রতিযোগিতায় আনসার ও ভিডিপি ক্রীড়া দল ৫৯টি স্বর্ণ, ৫৩টি রুপা ও ২২টি ব্রোঞ্জপদক জেতে। সেই হিসেবে স্থায়ী খেলোয়াড়দের ক্ষেত্রে একক পদক জয়ীদের স্বর্ণজয়ীদের ১২, রুপা জয়ীদের সাত এবং ব্রোঞ্জ জয়ীদের ছয় হাজার টাকা করে অর্থ পুরস্কার দেয়া হয়।

তিনজনের দলগত ডিসিপ্লিনের খেলোয়াড়দের স্বর্ণ প্রতি আট, রুপা প্রতি ছয় এবং ব্রোঞ্জ প্রতি চার হাজার টাকা করে এবং তিন জনের অধিক দলগতদের যথাক্রমে ছয়, চার এবং তিন হাজার টাকা করে অর্থ পুরস্কার দেয়া হয়।

ভাতা পাওয়া পদক জয়ী খেলোয়াড়দের মাসিক সম্মানী বৃদ্ধি পেয়েছে। স্বর্ণ প্রতি ১২, রুপা প্রতি সাত এবং ব্রোঞ্জ প্রতি ছয় হাজার টাকা করে ধার্য্য করা হয়েছে। মাসিক ভাতা বৃদ্ধি ছাড়াও স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জপদক জয়ী ক্রীড়াবিদদের যথাক্রমে পাঁচ, সাড়ে তিন ও আড়াই হাজার টাকা এবং তিন জনের দলগতের খেলায় চার, আড়াই ও দেড় হাজার টাকা করে অর্থ পুরস্কার ধার্য্য করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer