Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

পঞ্চায়েত নির্বাচন : শান্তি বজায় রাখার বার্তা মমতার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৫, ১৪ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পঞ্চায়েত নির্বাচন : শান্তি বজায় রাখার বার্তা মমতার

ঢাকা : ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আরজি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটের দিনের অশান্তি এড়াতে প্রশাসনকে আরও কড়া হওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি৷ একই সঙ্গে ভোটারদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার নির্দেশও দিয়েছেন তিনি৷

পঞ্চায়েত ভোট প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রশাসনকে সতর্ক থাকতে বলেছি৷ আমি এটুকু বলতে পারি, আমি নির্বাচনী প্রচার বিধি লংঘন করব না। সবাইকে শান্তি বজায় রাখতে বলব৷’’

ভোটের আগে রাজ্যের আইন-শৃঙ্খলা ও ভোটের আগে অস্ত্র উদ্ধারের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এত অস্ত্র কোথা থেকে আসছে? যে দলই অস্ত্র বের করুক তাকে ধরতে হবে। মানুষ ভোট দিক নিশ্চিন্তে৷ ভোটে অশান্তি আমরা চাই না৷ আমরা তো শান্তির আবেদন করি৷ রাজ্যের শান্তি বজায় রাখতে সমস্ত রাজনৈতিক দলগুলির কাছেই আবেদন জানাচ্ছি। শান্তিপূর্ণ ভোট হোক৷ বাংলায় শান্তি বজায় থাকুক৷ উৎসবের মেজাজে শান্তিপূর্ণভাবে ভোট হবে আগামিকাল৷ আমি শান্তিতে চাই সবসময় ভোট হোক৷’’

সোমবার পঞ্চায়েত ভোট৷ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা৷ কমিশন সূত্রে খবর, এবারের ভোট নিরাপত্তায় রাজ্য পুলিশের পাশাপাশি থাকছে তিন রাজ্যের পুলিশ৷ আজ রবিবার রাজ্য পুলিশের পাশাপাশি সিকিম, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে আসা বিশেষ বাহিনী জেলায় জেলায় রুটমার্চ করে৷ ভোটের প্রাথমিক প্রস্তুতি হিসেবে রবিবার বিভিন্ন জেলায় জেলায় ভোট-কর্মীরা তাঁদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে ভোটকেন্দ্রগুলির উদ্দেশ্যে রওনা দেন৷

রাজ্যজুড়ে ত্রিস্তর পঞ্চায়েতে ৩৪ শতাংশ আসন শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় পাঁচ কোটি ভোটারের মধ্যে এবার এক কোটি ৭৫ লক্ষ ভোটার ভোট দিতে পারে না৷ তবে, সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এই ৩৪ শতাংশ আসনের ভবিষ্যৎ এখন নিশ্চিত করা যাচ্ছে না৷

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer