Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

নেত্রকোনার সেই ‘বৃক্ষমানবী’র সফল অস্ত্রোপচার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪২, ৮ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০১:১৬, ৮ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

নেত্রকোনার সেই ‘বৃক্ষমানবী’র সফল অস্ত্রোপচার

ছবি-সংগৃহীত

ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে বিরল`বৃক্ষমানব` রোগে আক্রান্ত ১০ বছরের কন্যাশিশু সাহানা খাতুনের সফল অস্ত্রোপচার হয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানিয়েছেন `অস্ত্রোপচার সফল হয়েছে। সাহানা ভালো আছে।’

নেত্রকোনার তৃতীয় শ্রেণীর ছাত্রী সাহানা খাতুনের থুতনি, নাক, দুই কানের লতিতে শিকড় ছিল। মাত্র দশ বছর বয়সে এই রোগে আক্রান্ত হয় সে।

ডা: সামন্ত লাল সেন বলেন, ‘বাজানদার যখন আমাদের কাছে আসে এটা তখন নতুন ধরনের রোগ ছিল চিকিৎসকদের কাছে। এর আগে কখনও এমন দেখিনি আমরা। তাছাড়া এই রোগের কারণগুলো এখনও জানতে পারেনি চিকিৎসকেরা। এটা কি জেনেটিক কারণে হচ্ছে না অন্য কিছু।’

বৃক্ষমানব বলে পরিচিত আবুল বাজানদারের পর একই ধরনের উপসর্গ নিয়ে সাহানা খাতুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় গত মাসের শেষের দিকে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer