Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

‘নেতা-কর্মীদের চাঙ্গা রাখতে বিএনপি নেতারা আবোল-তাবোল বখছেন’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৮, ২৭ এপ্রিল ২০১৭

আপডেট: ১৮:৫০, ২৭ এপ্রিল ২০১৭

প্রিন্ট:

‘নেতা-কর্মীদের চাঙ্গা রাখতে বিএনপি নেতারা আবোল-তাবোল বখছেন’

ঢাকা : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, রাজনীতির মাঠে দলের নেতা কর্মিদের চাঙ্গা রাখতে বিএনপি নেতারা এখন আবোর-তাবোল বক্তব্য দিচ্ছেন।

তিনি বৃহস্পতিবার কুষ্টিয়া সদর উপজেলা ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না এটা তাদের বিষয়। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধিনেই হবে। অযৌক্তিক, অন্যায় দাবী মানার কোন সুযোগ নেই। বিএনপি এখন রাজনীতির মাঠে তাদের দলেন নেতা কর্মীদের চাঙ্গা রাখতে এমন অবান্তর বক্তব্য দিচ্ছে।

‘তিস্তার পানি চুক্তির বিষয়ে সরকারের জাতিসংঘের কাছে উপস্থাপন করা উচিত’ বিএনপির এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের এত অবনতি হয়নি যে, তিস্তার পানি চুক্তির বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করতে হবে। তাদের প্রস্তাব অযৌক্তিক ।

দু’ দেশের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।

হানিফ বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার সরকারের মেয়াদের সময়েই তিস্তার পানি চুক্তি হবে।

তিনি বলেন, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বার্থ্যহীন কন্ঠে ঘোষণা দিয়েছেন তারপরও তিস্তার পানি চুক্তি নিয়ে বিএনপির আদালতে যাওয়া ও জাতিসংঘে যাওয়ার প্রস্তাব রাজনৈতিক ভাবে দেউলিয়াত্ব’র প্রমাণ। বিএনপি এখন রাজনীতিতে খড় কুটো নিয়ে ভেসে থাকতে চায়।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্ষিক পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের কয়েক’শ ছাত্র-ছাত্রী, শিক্ষক, শিক্ষিকাসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ঈমামদের এক সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

বাসস

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer