Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

নূরকে ফেরৎ নিতে কানাডার কোর্টে মামলা করেছে বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ১৬ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নূরকে ফেরৎ নিতে কানাডার কোর্টে মামলা করেছে বাংলাদেশ

ঢাকা : বঙ্গবন্ধু হত্যার নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরৎ নেয়ার জন্য কানাডার ফেডারেল কোর্ট অব জাস্টিসের কোর্টে বাংলাদেশ মামলা করেছে।

কানাডার ন্যাশনাল পোষ্ট গত ১৩ জুন ‘Bangladesh pressures Canada to extradite man convicted of assassinating its founding president’ শিরোনামে দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে তুলে ধরা হয়েছে নূরের ইতিহাস।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের সেপ্টেম্বরে এবং ২০১৮ জুনে কানাডা সফর কালের কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকের সময় এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। গত ১০ জুন ক্যুইবেক সিটিতে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা বলেন, ‘নূর চৌধুরী আত্মস্বীকৃত খুনি, বাংলাদেশের আদালতে তিনি সাজাপ্রাপ্ত। তিনি কানাডায় বাস করছেন। একটি উদার গণতান্ত্রিক দেশ হিসেবে কানাডার উচিত একজন খুনির আদালতের সাজা কার্যকর করতে সহায়তা করা।’

জবাবে ট্রুডো শেখ হাসিনাকে বলেন, ‘আমি আপনার কষ্টটা বুঝি। এ বিষয়ে কী করা যায়, সে বিষয়ে কাজ করছে কানাডার কর্মকর্তারা।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer