Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

নীলফামারীতে ‘বাঁধন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সানোয়ার হোসেন, নীলফামারী সংবাদদাতা

প্রকাশিত: ১১:১৯, ২৫ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নীলফামারীতে ‘বাঁধন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নীলফামারী : নীলফামারী সরকারি কলেজে স্বেচ্ছাচারি সংগঠন ‘বাঁধন’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার এ উপলক্ষে বাঁধন’র সদস্য ও কলেজের ছাত্র ছাত্রীরা সম্মিলিত হয়ে শুভাযাত্রা বের করে।

বিভিন্ন রাস্তা ও কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে ম্যানাজম্যান্ট ডিপার্টমেন্ট সেমিনারে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এতে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক মাহবুবুল আলম, আনিসুর রহমান, বাবুল হোসেন, প্রভাষক অহিদুল হক, ম্যানেজমেন্ট বিভাগীয় প্রধান দিলরুবা বানু, বাঁধন’র কার্যকরী সদস্য সারোয়ার জাহান, ছাত্রলীগ সেক্রেটারি জুবায়ের হোসেন প্রামাণিক।

আলোচনা শেষে কেক কেটে ও বেলুন উড়িয়ে উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী । 

নীলফামারী সরকারি কলেজ বাঁধন’র আহ্বায়ক আশরাফুল আলম বলেন, মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্ত দানকারী একটি স্বেচ্ছাচারি সংগঠন বাঁধন l আমরা সবসময় চেষ্টা করি রক্ত দিয়ে মানুষের সেবা করার। এই সংগঠনটি ২৪ অক্টোবর ১৯৯৭ সালে ঢাকা বিশবিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে।

আয়োজন শেষে বাঁধন’র সদস্যরা কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিনামূল্যে রক্ত পরীক্ষা কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন, বাঁধন রংপুর জোনের সাধারণ সম্পাদক মহসিন আলী, নীলফামারী সরকারি কলেজের ছাত্রী মনি আক্তার ও বাধন’র কর্মীরা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer