Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

নীলফামারীতে নারীদের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৭, ৭ আগস্ট ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নীলফামারীতে নারীদের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

ছবি-বহুমাত্রিক.কম

নীলফামারী : দেশব্যাপি জঙ্গি, সন্ত্রাসবাদ, নাশকতা ও গুপ্তহত্যার বিরুদ্ধে নীলফামারীতে বিভিন্ন নারী সংগঠনের অংশ গ্রহনে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

রোববার জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৮৬ তম জন্মবার্ষিকীতে তার স্মরন করে জঙ্গি, সন্ত্রাসবাদ, নাশকতা ও গুপ্তহত্যাকারীদের প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।

ঘন্টাকালব্যাপি মানববন্ধন ও সমাবেশে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, মহিলা পরিষদের সভাপতি এলএন রোকেয়া, জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান রাবেয়া আলিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসিনা আহমেদ,জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামীমা রহমান প্রমুখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer