Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

নীলফামারীতে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প

সানোয়ার হোসেন, নীলফামারী সংবাদদাতা

প্রকাশিত: ০২:৫১, ২৮ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নীলফামারীতে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প

ছবি: বহুমাত্রিক.কম

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২১ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষণের মাধ্যমে ক্যারিয়ার গঠন করতে নীলফামারী সরকারি কলেজের অডিটরিয়ামে দিনব্যাপি আইসিটি ক্যারিয়ার ক্যাম্প-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার এ আইসিটি ক্যারিয়ার ক্যাম্পে কলেজের উপাধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ সাইফুদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে এটুআই প্রোগ্রামের পিপলস্ পারসপেকটিভ স্পেশালিস্ট নাইমুজ্জামান মুক্তা, এলআইসিটি প্রকল্পের কম্পোনেন্ট টীম লিডার সামি আহমেদ, ওমেন ইন ডিজিটাল’র ফাইন্ডার আখিয়া নিলা, ইএন্ডওয়াই প্রতিনিধি সুরাইয়া নারায়ন, কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান বক্তব্য দেন।

এলআইসিটি প্রকল্প আয়োজিত আইটি ক্যারিয়ার ক্যাম্পে কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আইসিটি ক্যারিয়ার ক্যাম্প-২০১৬ বেকারত্ব দুরীকরণের উদ্দেশ্যে বর্তমান প্রজন্মের স্বপ্ন উল্লেখ করে বক্তরা বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার উপযোগী দক্ষ মানব সম্পদ গড়ে তুলছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer