Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

নীলফামারী সদরকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৮, ২৯ মে ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নীলফামারী সদরকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

ছবি-বহুমাত্রিক.কম

নীলফামারী : অবশেষে নীলফামারী সদরকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হল । সদর উপজেলা প্রশাসনের প্রায় আড়াই বছরের চেষ্টায় রোববার দুপুরে নীলফামারী পৌরসভাস্থ হাইস্কুল বড় মাঠে আয়োজিত গণসমাবেশে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর নীলফামারী সদর উপজেলা ও পৌরসভা-কে আনুষ্ঠানিক ভাবে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করেন।

বিশাল ঐ গণসমাবেশে অন্যদের মধ্যে উপস্থি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক জাকির হোসেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলার ইউএনও মোঃ সাবেত আলী, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমুখ।

গণসমাবেশে শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবি মানুষ সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার অগ্রণী উদ্যোগে নীলফামারী সদরের ১৫ ইউপি বাল্য বিবাহমুক্ত করার পদক্ষেপ গ্রহণ করা হয়। তারই পরিণতি সংস্কৃতি মন্ত্রীর আজকের আনুষ্ঠানিক ঘোষণা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer