Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

নির্বাচনের সময় সরকারের কোনো ক্ষমতা থাকে না: হাছান মাহমুদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৮, ১৮ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নির্বাচনের সময় সরকারের কোনো ক্ষমতা থাকে না: হাছান মাহমুদ

ঢাকা : সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংলাপের দরকার আছে, তবে সেটা সরকারের সঙ্গে নয় করতে হবে নির্বাচন কমিশনের সঙ্গে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সরকার কখনো বিএনপির সঙ্গে সংলাপে যাবেনা বলেও মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নির্বাচনের আগে সরকারের সঙ্গে আলোচনার কথা বলছে। সরকারের সঙ্গে বিএনপির আলোচনার প্রয়োজন নেই। আলোচনা করতে হবে নির্বাচন কমিশনের সঙ্গে। নির্বাচনের সময় সরকারের কোনো ক্ষমতা থাকে না। ক্ষমতা চলে যায় নির্বাচন কমিশনের হাতে।

আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer