Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

নির্বাচনে হারের আশংকায় জঙ্গিবাদের সাইনবোর্ড : রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৮, ১৯ মার্চ ২০১৭

আপডেট: ২২:২০, ১৯ মার্চ ২০১৭

প্রিন্ট:

নির্বাচনে হারের আশংকায় জঙ্গিবাদের সাইনবোর্ড : রিজভী

ঢাকা : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, নির্বাচনে হেরে যাবে এই আশংকা থেকে উগ্রবাদ-জঙ্গিবাদের সাইনবোর্ডকে সামনে নিয়ে এসেছে এবং এটাকে পৃষ্টপোষকতা করছে ক্ষমতাসীনরা।

রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন তিনি। 

রিজভী বলেন, ‘জঙ্গিদের রক্তাক্ত সংঘাত শুরু হওয়ার পর থেকে সরকারের নানা তত্ত্ব ও তর্জন-গর্জন দেশবাসী শুনেছে। কিন্তু নির্মূল তো দূরে থাক, সম্প্রতি উগ্রবাদীদের সহিংস ঘটনায় মনে হচ্ছে, এদের নেটওয়ার্ক আরও বেশি বিস্তৃত হয়েছে।’

তিনি বলেন, ‘জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে সমন্বয়হীনতার একটা বিষয় চলছে। একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অন্য দলের ওপর তারা দোষ চাপিয়ে দিচ্ছে। তাতে স্পষ্ট মনে হয়, এই ঘটনাগুলো এবং উগ্রবাদের সঙ্গে সরকারেরই একটা সম্পর্ক আছে।’

বিএনপির এই নেতা বলেন,  ‘ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হলে শক্তিশালী দেশ হিসেবে তারা নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হবে। তাতে দেশের স্বাধীনতা হবে বিপন্ন এবং সার্বভৌমত্ব দুর্বল হবে।’

সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালী প্রমুখ উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer