Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

নির্বাচন নিয়ে ভারতের কারো সঙ্গেই কথা হয়নি : কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৮, ১২ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নির্বাচন নিয়ে ভারতের কারো সঙ্গেই কথা হয়নি : কাদের

চট্টগ্রাম : ২০০১ সালের মতো নীল নকশার নির্বাচন বাংলাদেশে আর হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার চট্টগ্রামের পটিয়ায় বাইপাস সড়কের কাজ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘ভারতে গিয়ে আমরা আমাদের নিজেদের আগ্রহের বিষয় নিয়ে কথা বলেছি, আমরা নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলেছি। কিন্তু নির্বাচন নিয়ে আমার সঙ্গে কোনো কথা হয়নি। এছাড়া ভারতের অনেক গুণী ব্যক্তি, মন্ত্রীদের সঙ্গে দেখা হয়েছে। কিন্তু সেখানে আমাদের নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি।’

তিনি আরো বলেন, ‘আমি বাংলাদেশেও নেমেই একই কথাই বলেছি। নির্বাচন নিয়ে ভারতীয় কারো সঙ্গেই আমার কথা হয়নি। কথা হয়েছে রোহিঙ্গা সমস্যা নিয়ে। রোহিঙ্গা সংকটে তাদের কাছে সাহায্য চাওয়া হয়েছে। তারা সহযোগিতা করছে, যেন রোহিঙ্গারা নিরাপদে নিজেদের দেশে ফিরে যেতে পারে, তাই নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া তিস্তার পানি নিয়েও আলোচনা হয়েছে। তবে, কোনো রাজনীতি নিয়ে আলোচনা করতে ভারতে যাইনি।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer