Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

নির্বাচন করতে চান নির্বাসিত প্রেসিডেন্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩, ২১ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নির্বাচন করতে চান নির্বাসিত প্রেসিডেন্ট

ঢাকা :  দেশে ফিরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করে মালদ্বীপের নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ নাশিদ বলেছেন, তিনি ভরাডুবি থেকে দেশকে রক্ষা করতে চান।

নাশিদ ২০০৮ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম মালদ্বীপের প্রেসিডেন্ট। সন্ত্রাসবাদের অভিযোগে মালদ্বীপে সাজা হওয়ার পর তিনি লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন। তিনি বলেন, তার এই সাজা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

উতাহ-এ সুদানী চলচ্চিত্র উৎসব পরিদর্শনকালে ৪৯ বছর বয়সী এ নেতা বলেন, ‘কোনো ধরনের ঝুঁকি ছাড়া আমি দেশে ফিরতে পারবো এমনটা মনে করি না। এরকম সময় কখননো আসবে বলেও মনে হয় না।’
তিনি বলেন, ‘আমার মনে হয় দেশের স্বার্থে আমার এ ঝুঁকি নেয়া উচিত।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer