Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

নির্বাচন কমিশনার নিয়োগ বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২০, ১২ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০১:২১, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

নির্বাচন কমিশনার নিয়োগ বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার ও অপর চার কমিশনারের নিয়োগ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়।

রিটে বলা হয়, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন করতে হবে। কিন্তু এ আইন না করেই কমিশন গঠন করা হয়েছে।

এছাড়া যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে, তারার সবাই সরকারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। পাবলিক সারভেন্ট (রিটারমেন্ট) অ্যাক্ট-৭৪ অনুযায়ী অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে পুনরায় নিয়োগ দেয়া যাবে না।

বিচারপতি কাজী রেজাউল হকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এ সপ্তাহে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer