Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

নিখোঁজ পাকিস্তানি বিমানটি ‘বিধ্বস্ত’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪, ৭ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নিখোঁজ পাকিস্তানি বিমানটি ‘বিধ্বস্ত’

ঢাকা: পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের (পিআইএ) নিখোঁজ প্লেনটি ‘বিধ্বস্ত’ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অ্যাটোটাবাদের হাভেলিয়ায় প্লেনটি বিধ্বস্ত হয়েছে বলে জানানো হয়েছে। তবে এ ঘটনায় আরোহীদের ভাগ্যে কী ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, ৪৭ জনের বেশি আরোহী নিয়ে পিকে-৬৬১ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে চিত্রল থেকে উড্ডয়ন করে। ফ্লাইটির ইসলামাবাদে বেনজির ভুট্টো বিমানবন্দরে অবতরণের নির্ধারিত সময় ছিল ৪টা ৪০ মিনিট।

পাকিস্তানের প্রখ্যাত পপস্টার জুনায়েদ জামশেদ ওই ফ্লাইটের আরোহী ছিলেন বলে জানা গেছে। এরইমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

৪৭ যাত্রী নিয়ে নিখোঁজ পাকিস্তানি বিমান

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer