Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

নারীকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৯, ৭ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নারীকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঢাকা : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, নারীকে শুধু পুঁথিগত শিক্ষা নয়, মেধা ও মননের সমন্বয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।

তিনি বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং ক্ষমতায়নে বর্তমান সরকার গুরুত্ব পূর্ণ ভুমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় নারীদের সৃজনশীলতার আলোতে আলোকিত হয়ে দেশ গঠনে কাজ করে যেতে হবে।

শনিবার যশোর মধূসুদন তারা প্রসন্ন কলেজিয়েট স্কুলের শতবর্ষী উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এর আগে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।

এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক, জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, অধ্যক্ষ খায়রুল আনাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রুনা লাইলা প্রমুখ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer