Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

নাব্যতা সংকটে শিমুলিয়ায় ফেরি চলাচল ব্যাহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫০, ১৯ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নাব্যতা সংকটে শিমুলিয়ায় ফেরি চলাচল ব্যাহত

ঢাকা : নাব্যতা সংকটের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। কে-টাইপ ও মাঝারি ধরনের ১৬টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার হচ্ছে। ঘাট এলাকায় দুই শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।

রোববার সকাল থেকেই ছোট ও হালকা গাড়ি পার করছে ফেরিগুলো। ঘাটে পারাপারেরে অপেক্ষায় থাকা বেশিরভাগ গাড়িই যাত্রীবাহী ও পণ্যবাহী। গত কয়েকদিন ধরেই এই নৌপথে ফেরি চলাচল ব্যহত হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম সকালে বলেন, গতকাল রাতের দিকে ছয়টি ফেরি চলাচল করেছে। আজ সকাল থেকে ১৬টি ফেরি চলাচল করছে। নাব্যতা সংকটের কারণে রো রো ফেরিগুলো বন্ধ আছে।

ব্যবস্থাপক আরো জানান, ধারণ ক্ষমতার কম যানবাহন নিয়ে ফেরিগুলো চলছেনাব্যতা সংকটের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। কে-টাইপ ও মাঝারি ধরনের ১৬টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার হচ্ছে। ঘাট এলাকায় দুই শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।

রোববার সকাল থেকেই ছোট ও হালকা গাড়ি পার করছে ফেরিগুলো। ঘাটে পারাপারেরে অপেক্ষায় থাকা বেশিরভাগ গাড়িই যাত্রীবাহী ও পণ্যবাহী। গত কয়েকদিন ধরেই এই নৌপথে ফেরি চলাচল ব্যহত হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম সকালে এনটিভি অনলাইনকে বলেন, গতকাল রাতের দিকে ছয়টি ফেরি চলাচল করেছে। আজ সকাল থেকে ১৬টি ফেরি চলাচল করছে। নাব্যতা সংকটের কারণে রো রো ফেরিগুলো বন্ধ আছে।

ব্যবস্থাপক আরো জানান, ধারণ ক্ষমতার কম যানবাহন নিয়ে ফেরিগুলো চলছে। ঘাট এলাকায় দুই শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আছে। এর মধ্যে দূরপাল্লার বাস ও ছোট গাড়ির সংখ্যাই বেশি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer