Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

নাব্যতা সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস বন্ধ

মুন্সীগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: ০৮:২৩, ১২ আগস্ট ২০১৮

আপডেট: ১৩:২১, ১২ আগস্ট ২০১৮

প্রিন্ট:

নাব্যতা সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস বন্ধ

ফাইল ছবি

মুন্সীগঞ্জ : দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার বলে পরিচিত ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নাব্যতা সংকটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ।

শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে এ সার্ভিস বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে আগামী ১৫ আগস্ট উপলক্ষে টুঙ্গিপাড়ায় ভিআইপিদের ফেরি পারাপার এক রকম অনিশ্চিত হয়ে পড়েছে। তাছাড়া ফেরি পারাপার বন্ধ থাকলে ঈদে ঘরমুখো যাত্রীদেরও চরম দুর্ভোগ পোহাতে হবে।

বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ খালেদ নেওয়াজ জানিয়েছেন, চ্যানেলে যেখানে ফেরি চলতে পানি লাগে ৭ থেকে ৮ ফিট, সেখানে পানি রয়েছে মাত্র ৫ ফিট। তাই বাধ্য হয়ে ফেরি চলাচল বন্ধ করতে হয়েছে।

এদিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়ায় ঘাটে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাকসহ ৫ শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী (ডেজিং) এএসএম আরিফিন শনিবার সন্ধ্যায় বলেন, এখানে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের নিয়ে নদীতে পরীক্ষা নিরিক্ষা চলছে। তবে নদীতে ভাটি থাকায় পানির মাত্রা কমে যাওয়ায় এমনটি হয়েছে। জোয়ার এলেই তা ঠিক হয়ে যাবে। তাছাড়া পদ্মায় এখন প্রচুর স্রোত। ড্রেজিং করার পর পলি পরে আবারো ভরাট হয়ে যাচ্ছে ড্রেজিংকৃত ওই অংশ। আমরা পরীক্ষা নিরিক্ষা করে দেখছি কিভাবে ফেরি সচল করা যায়।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer